একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ, দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি ২ ০ ২ ৪

রাজ্যে স্কুলে গেস্ট টিচার পদে চাকরির সুযোগ। দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি ২ ০ ২ ৪ 

রাজ্যে একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।

Employment No.- 1342 / 1 (11)/ BCW/ Pas. BDN
Recruitment Agency- Eklavya Model School

একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ

wbnewjobs

গেস্ট টিচার (Chemistry, TGT)
শিক্ষাগত যোগ্যতা- রসায়নবিদ্যায় B.Sc. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ।
বেতন ক্রম- মাসিক বেতন ১২,০০০ টাকা।

গেস্ট টিচার (Santali, TGT)
শিক্ষাগত যোগ্যতা- সাঁওতালি ভাষায় B.A. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ।
বেতন ক্রম- মাসিক বেতন ১২,০০০ টাকা।

চাকরির খবরঃ  আরও সরকারি চাকরির  এখানে ক্লিক করুন 

গেস্ট টিচার (History, TGT)
শিক্ষাগত যোগ্যতা- ইতিহাসে B.A. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ।
বেতন ক্রম- মাসিক বেতন ১২,০০০ টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসাবে।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে Academic Qualification ও‌ ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor / 2nd Floor, SDO Office Building, Asansol, PIN- 713304 ; এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে ৫ নভেম্বর, ২০২৪ বিকাল ৪ টার মধ্যে।

চাকরির খবরঃ নাবার্ডে মাধ্যমিক পাশে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ

নিয়োগের স্থান- নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার Eklavya Model Residential School -এ। (স্কুলের ঠিকানা- রঘুনাথপুর, পোঃ বোনকাটি, থানা- কাঁকসা, জেলা- পশ্চিম বর্ধমান)।

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেগুলি হল
১) জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট)
২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আধার কার্ড/ ভোটার কার্ড)
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)

প্রতিটি ডকুমেন্টস -এর জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন

 

Official-Notice-20241003100

Leave a Comment