ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের রেলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হচ্ছে | Rail Recruitment 2022 Direct Interview
পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীরা যারা অনেকদিন ধরে উচ্চমাধ্যমিক কিংবা আরও উচ্চতর ডিগ্রি পাস করে একটা ভালো ও মোটা বেতনের চাকরির আশায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে চলেছেন কিন্তু সাফল্য অর্জন করতে পারছেন না তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। তাই বলছি দয়া করে এই সুযোগ হাতছাড়া করবেন না, কারন ভালো কাজের সুযোগ কিন্তু বারবার আসে না। এই সুযোগ কাজে লাগান আর নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। এত কিছু শুনে নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করছে যে কোন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে এবারে জেনে নিন যে কোন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা জেলার রেল বিভাগের ছয় ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নুন্যতম উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা এই বিভাগে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে যারা আরও বেশি লেখাপড়া করেছেন অর্থাৎ উচ্চশিক্ষিত তারাও এখানে আবেদন করতে পারবেন। তাহলে এবারে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-
এই বিভাগে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের মোট ছয়টি পদে নিয়োগ করা হবে। এবং সেগুলি হল-
Nursing Superintendent- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের G.N.M বা B.S.C নার্সিং এর কোর্স পাস করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ২১-৩৫ বছরের মধ্যে।.আমাদের partner-sponsored Glasses ব্রাউজ করুন, অনলাইনে কেনার জন্য উপলব্ধ প্রতিটি স্বাদ এবং বাজেটের জন্য বিভিন্ন বিকল্প সহ
Health and Malaria Inspector- এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemistry তে B.SC পাস সহ Health/Sanitary বিষয়ে ১ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। অথবা Health/Sanitary বিষয়ে ১ বছরের Vocational training এর National Council for Vocational Training Ministry of Labour and Employment প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।
Pharmacist- এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস অথবা Pharmaceutical বিষয়ে ২বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তবে খুব বেশী আগেরকারের সার্টিফিকেট হলে চলবে না সার্টিফিকেট টি কারেন্ট হতে হবে। এবং এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০-৩৫ বছরের মধ্যে।
Radiographer- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কমপক্ষে ১বছরের Radiographer/X-ray Technician এর কোর্স করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৯-৩৫ বছরের মধ্যে।
Haemodialysis Technician- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে B.sc নার্সিং কোর্স করে থাকতে হবে এবং সেই সঙ্গে Haemodialysis এ ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।
Optometrists- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Optometry তে ডিগ্ৰি কোর্স পাস করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:- এখানে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ এর জন্য পৌঁছে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- ইন্টারভিউ এর দিন যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা।
৪) আপনার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা।
নির্বাচন পদ্ধতি:- যে সমস্ত প্রার্থীরা নির্ধারিত ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ দিতে যাবেন তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস চেক করে, তাদের স্কিল টেস্ট করে, তাদের পার্সোনালিটি দেখে যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদের একটি মেরিট লিস্ট তৈরী করে তার ভিত্তিতেই নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান:-
ইন্টারভিউ টি আয়োজিত হবে আগামী ১৭/১০/২০২২ এবং ২০/১০/২০২২ এই দুদিন। এবং যে স্থানে আয়োজিত হবে সেটি হল-
In The Officer’s Club, Sagar, Eastern Railway, Sealdah, Kolkata.
এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন এছাড়াও এই ধরনের নিত্য নতুন খবর সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE